Place Your Order Online
Click Here

+8801817 770 561      service@hossainbrothers.com

Post

হোসেন ব্রাদার্স প্রেজেন্টস "পার্টনারস মিট আপ ২০২৪" অনুষ্ঠিত

হোসেন ব্রাদার্স প্রেজেন্টস "পার্টনারস মিট আপ ২০২৪" শুক্রবার সন্ধ্যায় কক্সবাজারের হোটেল স্বপ্নীল সিন্ধুতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে কক্সবাজার সদর, মহেশখালী, উখিয়া-টেকনাফ, রামু, এবং ঈদগাহ এলাকার শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি, ব্যাংক কর্মকর্তা, কর্পোরেট প্রতিনিধিসহ হোসেন ব্রাদার্স পরিবারের সদস্য ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সভাপতি জনাব আবু মোরশেদ চৌধুরী। তিনি তার বক্তব্যে হোসেন ব্রাদার্সের ব্যবসায়িক সাফল্য, পারস্পরিক সহযোগিতা এবং ব্যবসার গুণগত মান বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, “ব্যবসায় উদ্ভাবন এবং গুণগত মান বজায় রাখা আজকের প্রতিযোগিতামূলক বাজারে অপরিহার্য।” পাশাপাশি, তিনি ডিজিটাল যোগাযোগের প্রতি গুরুত্ব আরোপ করে ব্যবসার প্রসারে সামাজিক দায়বদ্ধতার ভূমিকা উল্লেখ করেন।
হোসেন ব্রাদার্সের সিইও জনাব শেখ আশিকুজ্জামান তার বক্তব্যে ১৯৭৫ সালে প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে বলেন, “আমাদের এই দীর্ঘ যাত্রা সম্ভব হয়েছে আপনাদের আস্থা ও সহযোগিতার কারণে। আপনাদের প্রতি কৃতজ্ঞতাবোধ থেকেই আজকে আপনাদের সম্মানে এই আয়োজন।আজকের এই মিট আপ এর মাধ্যমে আমাদের সম্পর্কগুলো ব্যবসায়িক হিসেবের ঊর্ধ্বে বন্ধুত্বের হবে বলে আমি বিশ্বাস করি।”
অনুষ্ঠানে আরও  অতিথি হিসেবে বক্তব্য রাখেন হার্টস বাংলাদেশের এরিয়া সেলস ম্যানেজার জনাব খাইরুল ইসলাম, প্রেট্ররা প্রোডাক্টসের আরএসএম জনাব আরিফুল ইসলাম রনি এবং মেসার্স রহমান এন্ড ব্রাদার্সের রিজিওনাল সেলস অফিসার জনাব সুলতান রেজাউল হাসান।
পুরষ্কার বিতরণ পর্বে মহেশখালী, ঈদগাহ, রামু, উখিয়া-টেকনাফ, এবং কক্সবাজার সদর থেকে অংশগ্রহণকারী বিজয়ীদের পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি এবং হোসেন ব্রাদার্সের সিইও। পাশাপাশি, হোসেন ব্রাদার্স কর্মীদের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানের শেষে বিজয়ীরা প্রধান অতিথির সঙ্গে ফটোশুটে অংশ নেন। খাওয়াদাওয়ার মধ্য দিয়ে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই পার্টনারস মিট আপ সফলভাবে শেষ হয়।